সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩
শনিবার সরেজমিনে তাঁর পরিবারের সঙ্গে কথা হয়। তাঁর মা আছিয়া খাতুন বলেন, ‘আমরা গরিব মানুষ। মাইয়াডা লইয়া চারজনের সংসার। মাইয়াডার আয় রোজগার দিয়ে চলে সংসার। বহু শখ কয়রা বিয়া দিছিলাম। হেই সংসারও টিকল না। এহন হুনি (শুনি) মাইয়া এমপি প্রার্থী দাঁড়াইছে।’
আছিয়া খাতুনের ভাষ্য, আগে হালুয়াঘাটে ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন, এখন পাশের সেবা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন মোছাম্মৎ রোকেয়া বেগম। সেখানে চার হাজার টাকা বেতন দেয়। এ টাকা দিয়েই সংসার চলে তাদের। তিনি বলেন, ‘‘কয়েক দিন আগে কল আসে আমার মেয়ের কাছে। তখন বলে, ‘তোমার এলাকার নাম দেও ও তোমার পুরো নাম বল’। তারপর থেকে শুনতেছি আমার মেয়েকে নাকি এমপি দাঁড় করাইছে। আমার মেয়ে এমপি দাঁড়াবে কেমনে? আমরা যে জায়াগায় থাকতাচি দেখতাচুন এটা সরকারি জায়গা, খাস জায়গা।’’
কথা হয় সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাজমুল হুদার সঙ্গে। তিনি বলেন, মোছাম্মৎ রোকেয়া বেগম আগে ইনসাফের পরিচ্ছন্নতার কাজ করতেন। এখন অন্যের বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করেন। আমার এখানেও মাঝে মাঝে কাজ করেন। তিনি এই অফিসের কোনো স্টাফ না।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি