সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২
ওসমানীতে পাখির ধাক্কায় উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের বিজি-২০১ উড়োজাহাজ।
রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে ঢাকা থেকে আসা উড়োজাহাজটি ওসমানী বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।তিনি জানান, বার্ডহিটের কারনে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ইঞ্জিনিয়াররা উড়োজাহাজটি মেরামতে কাজ করছেন। বিমানটি অবতরনের সময় পাখির আঘাতের কারনে ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হওয়ায় যথাসময়ে বিমানবন্দর ছেড়ে যেতে পারেনি।
সকাল ৯টা ৪০ মিনিটে বিমানটি যাত্রী নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। ইঞ্জিনিয়াররা গ্রীন সিগন্যাল দিলে আবারও উডডয়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষমান আছেন বলেও জানান তিনি।
হাফিজ আহমদ বলেন, বিমানন্দরে যাতে পাখি না ঢুকতে পারে এ ব্যাপারে আমাদের নিয়মিত নজরদারি রয়েছে। ফ্লাইট উড্ডয়ন বা অবতরণের সময় পাখি বিপদসীমায় ঢুকে পরলে শ্যুট করে মেরে ফেলা হয়। কিন্তু কখন হঠাত করে পাখি উড়োজাহাজের একেবারে কাছাকাছি চলে যায়। এরকম সময় শ্যুটার বা পাইলটের কিছু করার থাকে না।
এদিকে, সকালের ফ্লাইট যথাসময়েছেড়ে না যাওয়ার বিপাকে পরেছেন লন্ডনগামী যাত্রীরা। যাত্রীরা বিমানবন্দর লাইঞ্জেই অপেক্ষমাণ আছেন
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি