সিলেট ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়ে নাটকীয়তার সহসাই অবসান হচ্ছে না। সিরিজ নিয়ে একে অন্যকে একের পর এক প্রস্তাব দিয়ে যাচ্ছে। পক্ষান্তরে বারবার সে প্রস্তাব নাকচ করে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আবার পিসিবির প্রস্তাবে রাজি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত এ সিরিজ হবে কী-না তা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। তবে এবার জানা গেল নতুন এক খবর।
জানা গেছে, বাংলাদেশ থেকে পিসিবিকে প্রস্তাব দেওয়া হয়েছে একটি টেস্ট পাকিস্তানে ও একটি টেস্ট ঢাকায় খেলতে। ভারতের প্রভাবশালী দৈনিক ‘দ্য হিন্দুর’ প্রতিবেদনে এসেছে, বাংলাদেশের এমন প্রস্তাবকে ‘অদ্ভুত’ বলে প্রত্যাখ্যান করেছে পিসিবি।
পিসিবির একজন কর্তা বলেন, ‘এটা অদ্ভুত যে বিসিবি পাকিস্তানের মাটিতে একটি টেস্ট খেলতে চায়, ফিরতি টেস্টটি খেলার প্রস্তাব করেছে বাংলাদেশে। গোপনে এই প্রস্তাবটি দেওয়া হয়েছে, তবে আমরা সেটা প্রত্যাখ্যান করেছি।’
আগামী ১৮ জানুয়ারি তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে সংক্ষিপ্ত ভার্সনে রাজি হলেও লং ভার্সনে খেলতে রাজি নয় বাংলাদেশ। এই নিয়েই যত ঝামেলা।
প্রভাতবেলা/এমএ
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি