কবিতা: কৃষ্ণচূড়ার রঙ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

কবিতা: কৃষ্ণচূড়ার রঙ

কৃষ্ণচূড়ার রঙ
-মনোয়ারা স্মৃতি

পিঙ্গল আগুন লেগেছে কৃষ্ণচূড়ার ডালে
আগুন জ্বলছে অন্তর আত্মায়
অধিকার বিহীন সন্ধির ভুল আবদারে।
কোন এক উটকো হাওয়ার তোড়ে
কৃষ্ণচূড়ার রঙ ছড়ালে সারা দেহে
ঠোঁটে এঁকে দিলে উষ্ণ প্রেম।
সেই থেকে পিঙ্গল আগুনের ধোঁয়ায়
মিলিয়ে যাচ্ছে সকল ভাবনা ছেঁড়া মেঘ
একাকী পুড়ছি বিষন্ন খরায়
ইচ্ছের ক্ষরণ হচ্ছে অবেলার বৃষ্টি ধারায়,
গভীর উপলব্ধির স্রোতের তীব্র টানে
ভাবনাগুলো দলা পেকে যায়
মিশে যাওয়া সমুদ্রের ফেনিল উন্মত্ততায়।
জীবন অংকের সুক্ষ্ম ভুলে, বাসনার রাগে
বেজে উঠে ভায়োলিনের করুন সুর
সময়ের গায়ে এনে দেয় বিবর্ণতা,
ভেতরে ভেতর গোপন অনুরাগের লালে
জ্বলে উঠি সময়ে অসময়ে, আবার নিভে যাই
প্রতি মুহূর্তে মরে যা-ই প্রেমের রণাঙ্গনে,
সবই আছে ঠিক ঠাক,কামনারা নিরুত্তাপ
শুধু তুমি নাই আমার অধিকারের আওতায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ