কবি লাভলী চৌধুরী স্মরণে  লেখিকা সংঘের আলোচনা সভা

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

কবি লাভলী চৌধুরী স্মরণে  লেখিকা সংঘের আলোচনা সভা
প্রভাতবেলা ডেস্ক: সময়কে ধারন করে লেখকদেরকে সাহিত্যচর্চা করতে হবে। সৃজনশীল সৃষ্টিকর্ম কখনো হারিয়ে যায় না। লেখকদেরকে বাঁচিয়ে রাখে তার সৃজনশীল লেখা। কবি লাভলী চৌধুরীও বেঁচে থাকবেন তার লেখার মাঝেই।

সিলেট লেখিকা সংঘের উদ্যোগে কবি লাভলী চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা একথা বলেন। ৪ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট লেখিকা সংঘের সভাপতি কবি রওশন আরা চৌধুরী।

আলোচনা সভার শুরুতে বৈষম্যবিরাধী ছাত্র জনতা আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে তাদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ভয়াবহ পানি আগ্রাসনে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা ও পুণর্বাসনে সদস্যদের এগিয়ে আসার আহবান জানান।

লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক কবি আমিনা শহিদ চৌধুরী মান্না।

আলোচনা সভা ও লেখা পাঠে অংশ নেন সহ সাধারণ সম্পাদক ঔপন্যাসিক আলেয়া রহমান, অর্থ সম্পাদক কবি শিপারা বেগম শিপা,সদস্য রাহনামা শাব্বির চৌধুরী মনি ও সহ সাহিত্য সম্পাদক গল্পকার তাসলিমা খানম বীথি প্রমুখ।সভায় কবি লাভলী চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ