সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জমিয়ত নেতা মাওলানা ওয়ালী উল্লাহ আরমান জানান, বুধবার (৩১ মার্চ) ভোরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ইন্তেকাল করেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।
মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সরকার স্বীকৃতি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। অবিভক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এইচ এম এরশাদের আমলে ধর্ম প্রতিমন্ত্রী হন মুফতি ওয়াক্কাস। তবে এরশাদের পতন হলে যোগ দেন জমিয়েত উলামায় ইসলামে।
হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর হেফাজতের প্রধান উপদেষ্টা ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তবে হেফাজত আমির আহমদ শফীর মৃত্যুর পর জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হলে সেখানে কমিটি থেকে অনেকেই বাদ দেওয়া হয়। তাদের মধ্যে মুফতি ওয়াক্কাসকেও কোনও পদ দেওয়া হয়নি।
মাওলানা ওয়ালী উল্লাহ আরমান জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে মুফতি মুহাম্মদ ওয়াক্বাসের মরদেহ মোহাম্মদপুর বাবর রোডে আল- মারকাজুল ইসলামী তত্ত্বাবধানে গোসলের পর যশোর মণিরামপুর নিয়ে যাওয়া হবে। সেখানে তার প্রতিষ্ঠিত জামিয়া ইমদাদিয়া মাদানি নগরে তাকে দাফন করা হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি