সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ২, ২০২৪
বজ্রপাতে নিহত বর্গাচাষী দক্ষিণ কুয়রেরমাটি মৃত আব্দুস সালামের পুত্র বাবুল আহমদ(৪৮)। এছাড়াও বজ্রপাতে জলসে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন নিহত বাবুল আহমদের ভাতিজা ফাহিম আহমদ (১৭) ও মানিকপুর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে প্রদিপ বিশ্বাস (২০)।
নিহতের স্বজন ও স্হায়ীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টারর দিকে বাবুল আহমদ স্হানীয় শফিক হাওয়রে বর্গা জমিতে বুরো ধান কাটতে যান এ সময় তার সাথে ছিল ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাস সহ ২জন। হটাৎ করে প্রচন্ড বজ্রপাত এসে তাদের উপর পড়লে জ্বলসে গিয়ে গুরুত্ব আহত হন তারা।
খবর পেয়ে স্হানীয় লোকজন ধানকাটা জমি থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে।এ সময় কর্তব্যরত চিকিৎসকগন বাবুল আহমদকে মৃত ঘোষণা করেন। জলসে গিয়ে গুরুত্ব আহত ফাহিম ও প্রদীপ বিশ্বাসকে তাৎক্ষণিক চিকিৎসকরা সিলেট এমওজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের লাশ কানাইঘাট থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্হায়ীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন বজ্রপাতে নিহত বাবুল আহমদ। এই অসহায় পরিবারের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য তারা আহবান করেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি