কানাডাগামী যাত্রীদের ফিরিয়ে দেয়ায় বিমানের চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

কানাডাগামী যাত্রীদের ফিরিয়ে দেয়ায় বিমানের চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
কানাডাগামী সিলেটের ৪২ যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) মোস্তাফা কামাল উদ্দীনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সিলেটের এক আইনজীবি।

 

মঙ্গলবার(১৪নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাজী মোশাররফ রাশেদ এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।বিষয়টি সন্ধ্যায় তিনি নিজেই নিশ্চিত করেছেন।

 

নোটিশে বলা হয়, কানাডা হাইকমিশন কর্তৃক ওই ৪২ জন যাত্রীর সংশ্লিষ্ট ভিসা আবেদনের সাথে সংশ্লিষ্ট আমন্ত্রণপত্রটি বিশ্বাসযোগ্য বলে মনে করে ইতিমধ্যে প্রত্যেককে বৈধ ভিসা ইস্যু করেছে। পরে প্রত্যেক যাত্রী কানাডা যাওয়ার নির্মিত্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত তারিখের নির্ধারিত মূল্যের বিমান টিকেট ক্রয় করে। পরবর্তীতে সিলেট ওসমানী বিমান বন্দরে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা এসে ট্র্যানজিট লাউঞ্জে টরন্টোগামী বিমানের কানেকটিং ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

 

এসময় হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ৬ নভেম্বর কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা সম্পূর্ণ অন্যায় ও বেআইনী ভাবে ও কোন আইনগত অধিকার ছাড়াই সংশ্লিষ্ট ৪২ জন যাত্রীর কানাডা ভিসার সংশ্লিষ্ট আমন্ত্রণপত্র সঠিক কি না তা, যাচাই-বাছাই করতে চাওয়ার মাধ্যমে তা ভূয়া উল্লেখে তাদের বৈধ ভিসা থাকা অবস্থায় সংশ্লিষ্ট যাত্রীদেরকে কানাডা যাওয়ার বাধাগ্রস্থ করে তাদেরকে ফেরত পাঠান।

আরও পড়ুন   শাহবাজপুর স্কুল ও কলেজের গভর্ণিং বডির নির্বাচনে অনিয়ম  জালিয়াতি

 

কেন ঐ দিনে অর্থাৎ হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তথা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে কর্তব্য অবহেলা ও অন্যায়ভাবে, বেআইনী ও বিনা অধিকারে যাত্রী হয়রানীর অভিযোগে, সংশ্লিষ্ট ভুক্ত ভোগীদের পক্ষে তাদের মানহানি ও ক্ষতিপূরণ দাবি করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।তা অত্র নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

 

সাতদিনের মধ্যে কারণ না দর্শালে উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে বলে জানান এই আইনজীবি। লিগ্যাল নোটিশটি জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে অত্র লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ