সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
৩ বছরে কানাডা ১২ লক্ষ ইমিগ্র্যান্ট নিবে। গত অক্টোবরের শেষের দিকে এই সংবাদ ব্যাপক আকারে ঘোষণাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশে আদম ব্যবসায়ীরা তা পুঁজি করে ফাঁদ পেতে বসেছে। ইতোপূর্বে এ ধরণের খবর এবং বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকেই প্রতারিত হয়ে হয়েছেন। ফলে বিষয়টি সম্পর্কে আগ্রহীদের সতর্ক হওয়া প্রয়োজন।
কারণ, এই ১২ লাখ অভিবাসী ‘গণহারে’ শুধু বাংলাদেশ থেকেই নিবে না, বিশ্বের ‘ইমিগ্র্যান্ট প্রোভাইডার’ সকল দেশ থেকে বাছাই করে যোগ্য ব্যক্তিদের নেয়া হবে। ফলে তা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ব্যারিস্টার রিজওয়ান রহমান ইত্তেফাককে জানান যে, কানাডা এমনিতেই ঐতিহাসিক ভাবেই প্রতি বছর পুরো বিশ্ব থেকে প্রায় ৩ লক্ষ অভিবাসী গ্রহণ করে। যেমন বিগত বছরওয়ারি তথ্য- ২০১৫ সালে ২লক্ষ ৪১ হাজার জন, ২০১৬ সালে ৩ লক্ষ ২৩ হাজার জন, ২০১৭ সালে ২ লক্ষ ৭৩ হাজার জন, ২০১৮ সালে ৩ লক্ষ ৪ হাজার জন, ২০১৯ সালে ৩ লক্ষ ১৪ হাজার জন।
তবে করোনা পেনডেমিকের কণে ২০২০ এ এই সংখ্যাটা প্রায় অর্ধেকের চেয়েও নিচে নেমে এসেছে। যদিও সরকার এখনো ২০২০ এর সঠিক সংখ্যাটি প্রকাশ করেননি, তবে এটা হয়তো ১ লক্ষ ৫০ হাজার এর আশেপাশেই হবে। তো এখানে স্বাভাবিকের চেয়ে কম এসেছে প্রায় দেড় লক্ষ লোক।
উল্লেখ্য, ১২ লক্ষ এর মধ্যে আবার সবাই স্কিলড ইমিগ্র্যান্ট হবেন না। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের লক্ষ্যমাত্রাটার একটু বিশ্লেষণ করলেই বিষয়টা আর একটু খোলাসা হবে। আগামী বছর সরকার ইকোনোমি ক্লাস (অর্থাৎ স্কীলড, বিজনেস ইত্যাদি)-এ ২ লক্ষ ৩২ হাজার, ফ্যামিলি ক্লাস (স্বামী/স্ত্রী, বাবা-মা, দাদা-দাদী/নানা-নানী অথবা কিছু কিছু ক্ষেত্রে অন্য আত্মীয়)-এ ১ লক্ষ ৪ হাজার; রেফিউজি ক্লাস এ ৬০ হাজার আর হিউমেনিটারিয়ান গ্রাউন্ডে আরো ৬ হাজার, তো সর্বমোট প্রায় ৪ লক্ষ।
সে প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের ভাগে অভিবাসীর সংখ্যা খুব একটা বেশি না। যদিও কোটা ভিত্তিতে লোক নেয়ার প্রচলন নেই এবং তা যোগ্যতার ভিত্তিতে নেয়া হয়। সেই যোগ্যতা থাকলে দালালচক্রের খপ্পরে না পড়ে, নিজে নিজে আবেদন করে অভিবাসী হওয়া যেমন অর্থ সাশ্রয় হয়, তেমনি নিরাপদও বটে।
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি