কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৪

কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
প্রভাতবেলা ডেস্ক: বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে জেলার সব প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, আমরা জেলা প্রশাসককে শৈত্যপ্রবাহের বিষয়টি জানিয়ে প্রাথমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে স্কুল খোলা হবে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কামরুল ইসলাম জানায়, প্রচুর শীত, ঘুম থেকে উঠতে মন চায় না। এত শীত যে স্কুলে যেতে হাত পা ঠান্ডা হয়ে যায়। ক্লাস করতে আমাদের কষ্ট তো হবেই।

অভিভাবক আতাউর রহমান বিপ্লব বলেন, এমন আবহাওয়ায় বিদ্যালয় বন্ধ দেওয়া উচিত। তা না হলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে।

জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, প্রাথমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ ডিগ্রি তাপমাত্রা হলে আবারও স্কুল খুলে দেওয়া হবে।

আরও পড়ুন  ইমামবাড়ীর পর চলে গেলেন আনসারীও

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ