সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
বিশ্বভূবন ডেস্ক:
নিরাপত্তা জনিত হুমকির কারণে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৮ জানুয়ারি) বিবৃতির মাধ্যমে এ লকডাউন ঘোষণা করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার মাত্র দুদিন আগে নিরাপত্তা জনিত হুমকির অজুহাতে সিদ্ধান্তটি নেওয়া হলো।
এর আগে ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালালে এতে পুলিশসহ ৫ জনের মৃত্যু হয়। ভয়াবহ এ ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।
বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর হাজারো সদস্যকে।
ক্যাপিটালের কর্মীদের কাছে প্রচারিত একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে যে, ক্যাপিটাল হিল লকডাউন করা হয়েছে। এখানে কেউ ঢুকতেও পারবে না এবং এখান থেকে কেউ বেরও হতে পারবে না।
এ দিকে বুধবার (২০ জানুয়ারি) শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন দেশজুড়ে কোনো সহিংসতা হতে না পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথগ্রহণ করবেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি