সিলেট ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর গুলশানে আরব আমিরাত ভিসা সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বুধবার বেলা দেড়টার দিকে ওই ভবনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে থাকতে পারে। তবে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকেও ডাকা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।
বারিধারা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে একজন মারা গেছেন। আরও ছয়জন আহত আছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্ফোরণে ভবনের নিচতলার সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে বলেও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাদের দুটি গাড়ি সেখানে গেছে। বিস্ফোরণে কারণ তারা এখনও জানতে পারেননি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি