সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে তিন সন্তানের জনক সালাহ উদ্দিন শাহীনের সঙ্গে পাঁচ মাস পূর্বে এক সন্তানের জননী গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সুবাদে সালাহ উদ্দিন ওই গৃহবধূর বাড়িতে প্রায়ই সময় যাতায়াত করতেন। গৃহবধূর সরলতার সুযোগ নিয়ে স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতে থাকেন এবং একপর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
গত ৩ নভেম্বর গভীর রাতে সালাহ উদ্দিন গৃহবধূর বাড়িতে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন শনিবার সন্ধ্যার দিকে পুনরায় ওই গৃহবধূর বাড়িতে এক সহযোগীসহ সালাহ উদ্দিন প্রবেশ করে কুমতলব আঁটতে থাকেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্বজনসহ প্রতিবেশীরা এগিয়ে এসে সালাহ উদ্দিনকে আটক করলেও অপর যুবক পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধৃত সালাহ উদ্দিনকে মারপিট করে ঘরের ভিতর বেঁধে রাখেন। পরে রাতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোববার সালাহ উদ্দিন ও পলাতক যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা বলেন, ভিকটিমের মামলার পরিপ্রেক্ষিতে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি