গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে থানা পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় ওই গৃহবধূ ধৃত যুবক সালাহ উদ্দিন শাহীনের (৪২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দড়ি কিশোরপুর এলাকায়।

 

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে তিন সন্তানের জনক সালাহ উদ্দিন শাহীনের সঙ্গে পাঁচ মাস পূর্বে এক সন্তানের জননী গৃহবধূর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সুবাদে সালাহ উদ্দিন ওই গৃহবধূর বাড়িতে প্রায়ই সময় যাতায়াত করতেন। গৃহবধূর সরলতার সুযোগ নিয়ে স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতে থাকেন এবং একপর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

 

গত ৩ নভেম্বর গভীর রাতে সালাহ উদ্দিন গৃহবধূর বাড়িতে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন শনিবার সন্ধ্যার দিকে পুনরায় ওই গৃহবধূর বাড়িতে এক সহযোগীসহ সালাহ উদ্দিন প্রবেশ করে কুমতলব আঁটতে থাকেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্বজনসহ প্রতিবেশীরা এগিয়ে এসে সালাহ উদ্দিনকে আটক করলেও অপর যুবক পালিয়ে যায়।

আরও পড়ুন  কুষ্টিয়ায় চিরনিদ্রায় শায়িত আবরার ফাহাদ

 

এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধৃত সালাহ উদ্দিনকে মারপিট করে ঘরের ভিতর বেঁধে রাখেন। পরে রাতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

 

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোববার সালাহ উদ্দিন ও পলাতক যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

 

উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা বলেন, ভিকটিমের মামলার পরিপ্রেক্ষিতে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ