সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
শমসের মবিন চৌধুরীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এই দুই উপজেলা নিয়ে সিলেট-৬ নির্বাচনি আসন। ঢাকায় ফেরার আগে এই আসনেই তিনি এবার নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়ে যান।
শনিবার সিলেট-৬ আসনে বিএনপির সাবেক প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে সিলেটে সংবাদ সম্মেলন করেন। তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিনকে নিষিদ্ধ করেন এলাকায়।
এর আগে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুটি উপজেলায় শমসের মবিনের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে তার কুশপুত্তলিকাও দাহ করা হয়।
শনিবার বিএনপি অবাঞ্ছিত ঘোষণার ঠিক পরদিনই নিজ এলাকায় এসে হাজির শমসের মবিন। তিনি পরপর দুদিন নিজ নির্বাচনি এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করে সোমবার ঢাকায় ফেরেন।
ঢাকায় ফেরার আগে শমসের মবিন চৌধুরী বীর বিক্রম বলেন, আমি দলের চেয়ারপারসন, আমি আমার নিজ এলাকাতেই নির্বাচন করব। তিনি বলেন, আমি কজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্য নিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি।
শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। গত নির্বাচনের আগে তিনি বিকল্পধারায় যোগ দেন। এবার আরেক নির্বাচনের আগে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হয়েছেন শমসের।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি