সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২১
চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচনে এটিএন বাংলার আলী আব্বাস সভাপতি ও চ্যানেল আইয়ের চৌধুরী ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে। সংবাদদাতা,চট্রগ্রাম।
দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফলে জানা যায়, সভাপতি পদে এটিএন বাংলার আলী আব্বাস পেয়েছেন ১৬৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার ৭০ ভোট। সিনিয়র সহসভাপতি পদে দৈনিক ইত্তেফাকের সালাহ উদ্দীন রেজা ১৩৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক আজাদীর খোরশেদ আলম ৯৮ ভোট। সহসভাপতি পদে স ম ইব্রাহিম ১০৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিরুপম দাশগুপ্ত ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহসিন কাজী পেয়েছেন ৫৮ ভোট। যুগ্মসম্পাদক পদে দৈনিক আজাদীর নজরুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দেশ টিভির আলমগীর সবুজ পেয়েছেন ১০৪ ভোট।
অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক তাহের পেয়েছেন ৯৪ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে রূপম চক্রবর্তী ১০৯ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাসির উদ্দীন হায়দার ১১৫ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ১৩৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুবেল খান ৯৬ ভোট পেয়েছেন। গ্রন্থাগার পদে মিন্টু চৌধুরী ১১৮ ভোট পেয়েছেন ও শহীদুল ইসলাম ১১৬ ভোট ।
আপ্যায়ন পদে আইয়ুব আলী ১৬০ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দীন খোকন ৭১ । প্রচার ও প্রকাশনা পদে আলিউর রহমান ১৩৬ নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রণব বড়ুয়া অর্ণব পেয়েছেন ৯৬ ভোট।
এছাড়া সদস্য পদে শহীদুল্লাহ শাহরিয়ার ১৪৩, মোয়াজ্জেমুল হক ১৩১ ভোট, মনজুর কাদের মনজু ১০৫ ও বদুলাল ভৌমিক ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ওমর ফারুক। এর আগে আজ সকাল ১০টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি