চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ৯ মে

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ৯ মে
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। আগামী ৯ মে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২–এর বিচারক অরুনাভ চক্রবর্তী এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাদিয়া আফরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আনন্দঝর্ণা ডেস্ক

এ মামলায় আসামিদের মধ্যে জামিনে রয়েছেন আশিষ রায় চৌধুরী, তারিক সাঈদ মামুন, ফারুক আব্বাসী। আসামি সানজিদুল ইসলাম ইমন কারাগারে আটক আছেন।

 

এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, আদনান সিদ্দিকী পলাতক রয়েছেন।

 

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে উঠে আসে আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশীষ রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। খুন হওয়ার পরের বছর আশীষ রায় চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর দুই বছর পর ২০০১ সালে বিচার শুরুর আদেশ হয়। ওই আদেশ চ্যালঞ্জ করে এক আসামি উচ্চ আদালতে গেলে আটকে যায় বিচার কার্যক্রম।

আরও পড়ুন  না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা

 

পরে উচ্চ আদালতের আদেশে আবার বিচার কার্যক্রম ২০২২ সালে শুরু হয় বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

 

মামলার কাগজপত্র ও সাক্ষীদের জবানবন্দির তথ্যানুযায়ী, ১৯৯৮ সালের ২৪ জুলাই বনানীর ট্রাম্প ক্লাবে গান বন্ধ করা নিয়ে আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম ও বান্টির বন্ধু আশীষ রায় চৌধুরীর সঙ্গে চিত্রনায়ক সোহেল চৌধুরীর বিরোধের শুরু। এরই জেরে ট্রাম্প ক্লাবের সামনে ঢাকার তৎকালীন শীর্ষ সন্ত্রাসীদের দিয়ে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ