সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
দর্শনা বণিক। মডেলিং দিয়ে মিডিয়ায় পথচলা শুরু। বর্তমানে কাজ করছেন বড়পর্দায়। ২০১৮ সালে অর্ঘদীপ চ্যাটার্জির ‘জোজো’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক। তারপর অভিনয় করেছেন ডজনখানেক সিনেমায়।
দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতেও অভিনয় করছেন এ অভিনেত্রী। সম্প্রতি চিত্রায়ণ সম্পন্ন হয়েছে সিনেমাটির। সুন্দরবন ও খুলনার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণে অংশ নিয়েছেন দর্শনা বণিক।
বাংলাদেশে কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে দর্শনা বলেন, ‘বাংলাদেশে কাজ করতে দারুণ লাগে। এর আগে বাংলাদেশে বেশ কিছু কাজ করেছি। মডেলিং, মিউজিক ভিডিও করেছি। সিনেমার অফার এর আগেও পেয়েছি। কিন্তু আমার ইচ্ছা ছিল ভালো কোনো প্রজেক্ট, ভালো টিমের সঙ্গে ডেব্যু করব। ‘অপারেশন সুন্দরবন’ আমার ইচ্ছাটা পূরণ করেছে। এই টিমের সঙ্গে কাজ করতে পেরে সত্যি আমি ভীষণ আনন্দিত।’
অপারেশন সুন্দরবন সিনেমায় চিত্রনায়ক সিয়াম ও রোশানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার এ মেয়ে। ঢাকার এই দুই নায়ককে নিয়ে তিনি বলেন, ‘দুজনেই রাইজিং স্টারস অব ঢালিউড ইন্ডাস্ট্রি অ্যাট দিস মোমেন্ট। টলিউড পিপল নো দেম অ্যান্ড লাভ দেম। দেয়ার ভেরি হার্ড ওয়ার্কি অ্যান্ড ভেরি সুইট অফস্ক্রিন। খুব ভালো আমরা, সত্যি খুব মজা করেছি। আমাদের বয়সটা খুবটা কাছাকাছি, তাই আমরা খুব সহজেই বন্ধু হয়ে গেছি।’
চিত্রায়ণের ফাঁকে সিয়াম ও রোশানের সঙ্গে দর্শনা
এই মুহূর্তে কলকাতায় ‘মৃগয়া’ নামের নতুন একটি সিনেমায় কাজ করছেন তিনি। সৌভিক ভট্টাচার্য পরিচালিত ওই সিনেমায় তার বিপরীতে আছেন চিত্রনায়ক অঙ্কুশ। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে দর্শনা অভিনীত দুটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ।
সিনেমায় কাজ করতে গিয়ে অভিনেত্রীদের অনেক ধরনের শট দিতে হয়। অনস্ক্রিন চুম্বন প্রসঙ্গে কথা উঠতেই দর্শনা বলেন, ‘আমি এখনও অনস্ক্রিন চুমু খাইনি সেভাবে। আমি খুব ম্যানেজ করি এখন পর্যন্ত। খুবই সাজেস্টিভলি শুটিং করতে বলি ওইরকম কোনো সিন থাকলে। ওইরকম সিনের জন্য প্রচুর প্রজেক্ট ছেড়ে দিয়েছি।’
ভবিষ্যতে গল্পের প্রয়োজনে, যদি সত্যি পর্দায় চুম্বন দৃশ্য দরকার হয় তাহলে ভেবে দেখবেন বলেও জানান দর্শনা। তার ভাষায়, ‘ভবিষ্যতে যদি আমি কনভেন্সড হই উইথ দ্য স্টোরি, আর আমার যদি মনে হয় ওই সিনটা সত্যি দরকার, আমি কতটুকু কমফোর্টেবল সবার সঙ্গে- সেসব মিলিয়ে আমি ভেবে দেখব। শুরু দিকে অনস্ক্রিন চুমুর ব্যাপারে বিগ নো ছিল। কিন্তু এখন বলব, আমি দেখব। কারণ এখন সমাজে বিষয়টি নিয়ে ট্যাবু নেই। আর্টিস্ট হিসেবেও আমি কাজের মাধ্যমে পরিপূর্ণতা পেতে চাই।’
আলাপকালে দর্শনা জানান, ভালোমানের কাজ দর্শকদের উপহার দিতে চান তিনি। সত্যিকারের অভিনেত্রী হয়েই বেঁচে থাকতে চান দর্শক হৃদয়ে। কাজের ক্ষেত্রে সীমানা কোনো ম্যাটার না। কাজের জন্য প্রযোজক বা কারও সঙ্গে ডিনার বা ডেটে যেতেও একদম রাজি না দর্শনা। তার পছন্দের অভিনেত্রীর তালিকা আছেন জয়া আহসান।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি