ছাত্রলীগ সভাপতি জুড়ীতে|| বিলুপ্ত  ছাত্রলীগ, স্থগিত ছাত্রদল !

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

ছাত্রলীগ সভাপতি জুড়ীতে|| বিলুপ্ত  ছাত্রলীগ, স্থগিত ছাত্রদল !

জুড়ীতে একই দিনে বিলুপ্ত  ছাত্রলীগ, স্থগিত ছাত্রদল ! একইদিন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় আকস্মিক জুড়ী সফর করেন। সবকটি ঘটনাই ঘটেছে শনিবার। ধুম্রজালে ভরা জুড়ীতে  শনিবার শনির দশায় কেটেছে দিনভর। আঞ্চলিক প্রতিবেদক,জুড়ী♦

শনিবার পারিবারিক এক অনুষ্টানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর নিজ বাড়ী জুড়ী গোয়ালবাড়ীতে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।

শনিবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা শাখা ছাত্রলীগের কার্যকরী কমিটি বিলুপ্ত ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার আওতাধীন সদ্য ঘোষিত সকল ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, শনিবার ( ১ অক্টোবর) জেলা ছাত্রলীগের এক সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হলো।পাশাপাশি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১৫ ই অক্টোবর বিকাল আড়াই টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের সভাপতি / সম্পাদক বরাবর জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন  বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

 

এ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক জুড়ী উপজেলা শাখার আওতাধীন ৬ টি ইউনিয়ন শাখার কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত ৩০ শে সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক রাকিব আহমদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য  শনিবার ১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার কয়েকঘন্টা পরে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া স্বাক্ষরিত আরেকটি পত্রের সুত্রে জানা যায়, তিনি জুড়ী ছাত্রদলের সদ্য ঘোষিত ৬ টি ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিতের বিষয়ে কিছুই জানেন না বা অবগত নয়। চলমান আন্দোলন সংগ্রামে উক্ত কমিটিগুলো কাজ চালিয়ে যাবে।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় শনিবার পারিবারিক এক অনুষ্টানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর নিজ বাড়ী জুড়ী গোয়ালবাড়ীতে আসেন।সেখানে ছাত্রলীগের বিরুদ্ধে ইডেন কলেজ সহ সারাদেশে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত স্ংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন,ছাত্রলীগে বেয়াদবদের যেমন জায়গা নেই,তেমনি স্বাধীনতা বিরোধীদের জায়গা নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ