সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
শনিবার (১৯ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হিফজুল উলুম কামিল মাদরাসা মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার নিশিরাতের নির্বাচন করেছিল। তারা যে তিনটি নির্বাচন করেছে তার কোনোটিই সুষ্ঠু হয়নি। এসব নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি।
এর মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা নির্বাচন চায় না। এখন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না, তা জনগণই ঠিক করবে।’
আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার বিচারের ওপরও বিষয়টি নির্ভর করে। একটি মহল চাচ্ছে যেন তারা নির্বাচন করতে পারে।
তারা কারা? তারা আওয়ামী লীগের লুকিয়ে থাকা অংশ। জনগণ যেমন স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তেমন আওয়ামী লীগের এই দোসরদেরও হটিয়ে দেবে।’
জামায়াত আমির বলেন, ‘জামায়াত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে চায়। যে দেশে শিশুরা সব মৌলিক অধিকার পাবে। কেউ বেকার থাকবে না।
নারীরা নিরাপত্তার সঙ্গে কাজ করবেন। শ্রমিকরা ন্যায্য মজুরি পাবেন। যারা সরকার চালাবেন তারা হবেন জনগণের সেবক, মালিক নন। দুর্নীতিমুক্ত এমন রাষ্ট্র গঠনে জনগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’
জামায়াত আমির দেশাবসীর সাহায্য চেয়ে বলেন, ‘দেশে মেজরিটি, মাইনরিটি বলে কিছু থাকবে না। মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। এমন বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।’
ডা. শফিকুর বিগত ১৬ বছরে বিগত সরকারের নির্যাতনের বর্ণনা তুলে ধরে বলেন, ‘সব থেকে বেশি জুলুম হয়েছে জামায়াতের ওপর। জামায়াতকে নিমূর্লের চেষ্টা করা হয়েছে। এমনকি স্বৈরাচার সরকার শেষ মুহূর্তেও জামায়াতকে নিষিদ্ধ করে। এ ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন আওয়ামী লীগ আমলে করা যায়নি। গুম, খুন, ধর্ষণ, লুট, বিচারের নামে খুন, মামলা দেওয়াসহ হেন অপকর্ম নাই, যা সে সময় হয়নি। তারা খুনের খেলায় মেতেছিল।’
জেলা জামায়াত আমির আবুজর গিফারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, সাবেক এমপি লতিফুর রহমানসহ কেন্দ্রীয়, রাজশাহী বিভাগীয় ও জেলা জায়ায়াতের নেতারা।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি