জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ এবার সিলেটে

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর শাহী ঈদগাহ শিল্পকলা একাডেমীতে দর্শকদের উপস্থিতিতে চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’র রেকর্ডিং অনুষ্ঠিত হয়েছে ।

 

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তৃতীয় মাত্রার পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, তরুণদের উন্নয়ন ও নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

 

জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’

 

টকশোতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মুনতাসীর আলী মামুন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী সহ অন্যান্য সহযোগী রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

চ্যানেল আই-এ প্রচারিত জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং মাঠপর্যায়ের নানা বিষয় টকশোর মাধ্যমে দেশবাসী তথা বিশ্ববাসীর সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই অনুষ্ঠানের উপস্থাপক জিল্লুর রহমান স্টুডিও ছেড়ে মফস্বলের জেলা শহরগুলোকে বেছে নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সিলেট জেলায় তৃতীয় মাত্রার রেকর্ডিং করা হয়েছে। এসব জেলাভিত্তিক রেকর্ডকৃত পর্বগুলো তৃতীয় মাত্রায় পর্যাক্রমে প্রচার করা হবে বলে অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ