সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১
ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করলো জুড়ী জায়ফরনগর ইউপি। “করোনা মহামারিতে মুমূর্ষু রোগীদের জন্য আমরা আছি আপনাদের পাশে” শ্লোগান নিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর ৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের পৃষ্টপোষকতায় ১৫ টি সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করলো ফ্রি অক্সিজেন সার্ভিস।♦ আঞ্চলিক অফিস,জুড়ী♦
আজ ১২আগস্ট বৃহস্পতিবার দুপুরে ইউপি কার্যালয়ে এ উপলক্ষে এক উদ্বোধন অনুষ্টানে ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকির আহমদ কালা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মন্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রাজু আহমেদ, সিনিয়র সদস্য মোঃ বদরুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি জাফর ইমামী সায়েম, জায়ফরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মর্তুজ আলী মর্তুজা।
উপস্হিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান -১ মিলাদ চৌধুরী, ইউপি সদস্য জমির আলী, রোশনা বেগম,আফিয়া বেগম,ফয়জুল ইসলাম কালা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন,জায়ফরনগর ইউনিয়নের ফ্রি অক্সিজেন সার্ভিস একটি মহৎ উদ্যোগ।করোনা মহামারি মোকাবেলায় এভাবেই সকলকে এগিয়ে আসতে হবে।
ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন,জায়ফরনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৬ টি সিলিন্ডার অনুমোদন দেয়া হয়েছে। আমার ব্যক্তিগত তহবিল থেকে ৩ টি সিলিন্ডার দিয়েছি। বাকি ৬ টি সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছেন কামিনীগঞ্জবাজারের বিশিষ্ট প্রাক্তন ব্যবসায়ী, আমেরিকা প্রবাসী মরহুম হাজী ইয়াছিন আলী মহাজন সাহেবের পরিবার এবং বিশিষ্ট ব্যবসায়ী হামিদপুর গ্রামের কৃতি সন্তান মোঃ বদরুল ইসলাম ।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে আরও ছোট বড় ৫ টি সিলিন্ডার আমাদের এ সেবা কার্যক্রমে যুক্ত হবে ইনশাআল্লাহ্। যে সকল ব্যক্তিবর্গ আমাদের এ সংকটময় মুহূর্তে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি