জৈন্তাপুরে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত ২

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

জৈন্তাপুরে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে নিহত ২
সিলেটের জৈন্তাপুরে পর্যটকবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। উপজেলার সিলেট-তামাবিল সড়কের কাটাগাঙ এলাকায় আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন– ঢাকার কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিন কানারচর গ্রামের মো. জাহাঙ্গীর ও মোহাইমিন। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ঢাকার কেরানিগঞ্জ থেকে আসা ১০-১২ জনের একটি পর্যটকবাহী পিকআপ ভ্যান শাহজালাল মাজার জিয়ারত শেষে জাফলংয়ের দিকে রওনা দেয়। সকাল ৯ টার দিকে কাটাগাঙ নামক স্থানে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, দুর্ঘটনায় দশজন আহত হয়েছেন। তাঁদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ