সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩
গ্রেফতার সাব্বির হোসেন সরকার উপজেলার জামালপুর গ্রামের দিদার হোসেন সরকারের ছেলে। তবে তিনি ভবেরচর কলিমুল্লাহ কলেজ রোড এলাকায় জব্বার মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।
থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ঘটনার পর থেকে আমরা জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালাই। আলামত বিশ্লেষণ এবং পারিপার্শ্বিক সব বিষয় আমলে নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম এগিয়ে চলে। এর মধ্যে বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত রাহাফুলের বন্ধু সাব্বির হোসেনকে গ্রেফতার করি। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে ২ হাজার টাকা ধার না দেওয়ায় তিনি বন্ধু রাহাফুল খানকে হত্যার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি চাকু, একটি বঁটি ও ঘুমের ওষুধ মিশ্রিত কোকাকোলার বোতল জব্দ করা হয়। এরপর আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারার অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ্য, ১২ নভেম্বর দুপুরে গজারিয়ায় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে ভাড়া বাসা থেকে ব্রভসায় রাহাফুল খানের লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি