টাখনুর নীচে কাপড় পরিধান হারাম, কোন ভিন্নমত আছে?

প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১

টাখনুর নীচে কাপড় পরিধান হারাম, কোন ভিন্নমত আছে?
ইংল্যান্ড থেকে এক নিকটাত্নীয় ফোন দিলেন। একটি মাসআলা জানার জন্য। ইংল্যান্ডে জনৈক শায়খ টিভিতে ফাতাওয়া দিয়েছেন, অহংকার ছাড়া কোনো পুরুষ যদি টাখনুর নিচে কাপড় পড়ে, তাহলে তা জায়েজ আছে। শুনে আমি কিছুটা আশ্চর্য্য হলাম।
এটিতো সর্বজন স্বিকৃত মাসআলা। টাখনুর নিচে কাপড় পরা হারাম হওয়ার ব্যাপারে কেউ ভিন্নমত পোষণ করেছেন বলে আমার জানা ছিলো না।
দুটি হাদিস পাওয়া যায়, যেখানে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة
যে অহংকারের সাথে টাখনুর নিচে ঝুলাবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। (সহিহ বুখারী)
অন্য হাদিসে তিনি বলেন,
إياك والإسبال فإنه من المخيلة
তোমরা টাখনুর নিচে কাপড় ঝুলানো ত্যাগ করো, কেননা তা অহংকারের অন্তর্ভুক্ত। (আহমাদ)
আবু বকর রাদিআল্লাহু আনহুর মাঝেমধ্যে টাখনুর নিচে কাপড় চলে যেত অনিচ্ছাকৃত। রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি উনাকে বলেছিলেন,
إنك لست ممن يفعله خيلاء
তুমি তাদের অন্তর্ভুক্ত নও, যারা অহংকারের সাথে পরে। (মুসনাদে আহমাদ)
আবু বকর রাদিআল্লাহু কে স্বয়ং রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার মুক্তির গ্যারান্টি দিয়েছেন। প্রশ্ন হলো, আপনার ভেতর অহংকার নেই, এটার গ্যারান্টি কে দেবে?
অনিচ্ছাকৃত যদি মাঝেমধ্যে টাখনুর নিচে চলে যায়, তাহলে তার জন্য জায়েজ আছে। এতে সবাই একমত। কিন্তু নিম্নের দুটি হাদিসে শুধুমাত্র যারা টাখনুর নিচে কাপড় পরে, তাদের ব্যাপারে জাহান্নামের কথা এসেছে। এখানে অহংকারের কোনো বিষয় উল্লেখ করা হয়নি।
এই হাদিস দুটি পড়ার পর, যদি কারো মন চায় টাখনুর নিচে কাপড় পরতে, তাহলে সেটা তার ব্যাপার। একটু লক্ষ্য করুন, কত ভয়ংকর হাদিস।
রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الْإِزَارِ فَفِي النَّارِ
লুঙ্গি বা পা জামার যে অংশ টাখনুর নিচে যাবে, সেটি জাহান্নামে যাবে। (সহিহ বুখারী)
এই হাদিসে অহংকারের কথা বলা হয় নি।
তাই টাখনুর নিচে কাপড় পড়া সর্বাবস্থায় হারাম।
অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ الْمُسْبِلُ ، وَالْمَنَّانُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ
তিন শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তাকাবেন না।
তাদের সাথে কথা বলবেন না।
তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না।
তাদের জন্য রয়েছে যন্ত্রনা দায়ক শাস্তি।
এক. যারা টাখনুর নিচে কাপড় পরে।
দুই. যারা দান করে খোঁটা দেয়।
তিন. যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে।
(সহিহ মুসলিম)
আবারও বলি, টাখনুর নিচে কাপড় পড়া হারাম, এটা অহংকারের সাথে হোক আর না হোক।
(আব্দুল্লাহ আল মনসুর, শিক্ষক> শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেট। এর টাইমরাইন থেকে নেয়া)
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ