সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৪
আফজল হোসেন
সিরিজ জুড়ে ছিল ব্যাটিং ব্যর্থতার সুর, এবার যোগ হল ছন্নছাড়া ফিল্ডিং! ফলাফল সেই হার। অথচ আগের সিরিজে ওয়ানডে ও টি২০তে একটি করে ম্যাচে ভারত নারী দলকে হারিয়েছিল বাংলাদেশ। এবার জয়ের কোটাটা শুন্যের ঘরে। অস্ট্রেলিয়ার সঙে সিরিজের পর ঘরের মাঠে এবার ভারত কাছেও ধবলধোলাই হল বাংলাদেশ নারী দল। এখানেও ব্যর্থতার গানের কলি সেই ব্যাটিং, মিরপুরের পর সিলেটেও চরম ব্যর্থ নিগার সুলতানা-সুবহানা মোস্তারিরা।
পাঁচ ম্যাচের টি২০ সিরিজে শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২১ রানে হারিয়ে ৫-০তে সিরিজ জিতে নিয়েছেন হারমানপ্রীত কৌরের দল।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টসে জয়লাভ করে ব্যাটিং বেছে নেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত। ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার শুরুটা ভালই করেন। দলীয় ২৫ রানে শেফালী ভার্মাকে (১৪) ফিরিয়ে সেই জুটি ভাঙলেও ভারতের রানের গতি আটকাতে পারেনি স্বাগতিকরা।
তিনে নামা দয়ালান হেমালতা ও স্মৃতি মান্দানা পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ পঞ্চাশের ঘরে নিয়ে যান। দুজনেই হাত খুলে খেলতে থাকেন, সেখানে বাংলাদেশের নারীদের দায় কম না। বোলাররা সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ ফিল্ডাররা।
ব্যক্তিগত ৮ রানে হেমালতার সহজ ক্যাচ লং অফে ধরতে ব্যর্থ হন বাংলাদেশের ফিল্ডার। সেই সুযোগ কাজে লাগিয়ে হেমালতা ২ ছক্কা এবং ২ বাউন্ডারিতে করেন ৩৭ রান। সেই সাথে সফরকারী ভারত নারী দল দেড়শো ছাড়ানো পুঁজি ছুড়ে দেয় বাংলাদেশের সামনে।
স্মৃতি মান্দানাও দুর্দান্ত শুরুর পর ফিরেছেন ব্যক্তিগত ৩৩ রানে। ২৫ বলে ৪ বাউন্ডারি এবং ১ ছক্কায় স্মৃতি সাজান তার দৃষ্টিনন্দন ইনিংসটি। চারে নামা অধিনায়ক হারমানপ্রীত ২৪ বলে ৩০ আর শেষ দিকে রিচা ঘোষ ১৭ বলে ২৮ রানের ঝলমলে এক ইনিংসে ভারত পেয়ে যায় ১৫৬ রানের লড়াকু পুঁজি।
বাংলাদেশ নারী দলের হয়ে ২টি করে উইকেট নেন রাবেয়া খান ও নাহিদা আক্তার। এছাড়া সুলতানা খাতুন নেন ১টি উইকেট।
১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দলীয় ২৬ রানের মাথায় দুই ওপেনার দিলারা আক্তার (৪) ও সুবহানা মোস্তারী (১৩) ফিরেন সাজঘরে।
রান তাড়ায় তিনে নামা রুবাইয়া হায়দার কিছুটা হাল ধরার চেষ্টা করেন। তবে চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৭) ফেরেন দ্রুত আর তাতেই বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যায়। খানিকক্ষণ পর অধিনায়কের দেখানো পথেই হাঁটেন রুবাইয়া। উইকেটের সেট হওয়ার পরও এই ব্যাটার রাধা যাদবের বলে ফিরেন এলবিডব্লিউ হয়ে। আউট হওয়ার আগে ২১ বলে ২০ রানের ইনিংস খেলেন রুবাইয়া।
পাঁচে নামা রিতু মনি আর শরিফা খাতুনের ব্যাটে কিছুটা জয়ের আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। দুজনের দারুণ এক জুটিতে জয়ের খুব কাছেই চলে যায় বাংলাদেশ। কিন্তু দলীয় ১০৯ রানে রিতুর (৩৭) বিদায়ের পর সেই আশাও ভেস্তে যায় স্বাগতিকদের। শরিফার অপরাজিত ২৮ রানের ইনিংসে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি। তাই ২১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের, সেই সাথে সিরিজটা হারতে হয়েছে ৫-০।
ভারতের ২৪ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন রাধা যাদব। সেই সাথে সিরিজে ১০ উইকেট শিকার করে সিরিজ সেরাও হয়েছেন ভারতীয় এই বোলার।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি