সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
হাটটি একেবারে গ্রামাঞ্চলে হলেও যোগাযোগব্যবস্থা ভালো থাকায় খুব অল্প সময়ে জমে উঠেছে। ড্রাগন ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকারি দরে ওই হাটে ফল কিনতে। এই হাট ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামে। মহেশপুর পৌর শহর থেকে ছয় কিলোমিটার পূর্বে এবং কোটচাঁদপুর পৌর শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে কোটচাঁদপুর-পুড়াপাড়া সড়কে অবস্থিত।
তিনি আরো বলেন, আমার একটিমাত্র আড়তে ব্যাপক বেচাকেনা দেখে মাত্র তিন মাসের মধ্যে ওই বাজারে এখন ৩০টি বড় বড় ফলের আড়ত বসেছে। এ ড্রাগন ফলের হাটে প্রতিদিন প্রায় গড়ে পাঁচ কোটি টাকার ড্রাগন বিক্রি হচ্ছে।
আরেক আড়তের মালিক ও ড্রাগন চাষি তরিকুল ইসলাম রিয়াল বলেন, আমি নিজেই ১৫ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছি। আগে এ জমিতে বর্গাচাষিরা ধান ও বাদাম চাষ করত। বর্গাচাষিদের কাছ থেকে আমি পেতাম বিঘাপ্রতি বছরে ৮-১০ হাজার টাকা। সেই জমিতে নিজেই ড্রাগন চাষ করে বিঘাপ্রতি পাচ্ছি ৮-১০ লাখ টাকা। তিনি বলেন, জমিতে একবার ড্রাগন লাগালে ৮-১০ বছর থাকে। বিঘাপ্রতি বছরে গড়ে দেড় লাখ টাকা খরচ হয়। ভালো পরিচর্যা করলে ভালো ফলও পাওয়া যায়।
ওই গ্রামের ড্রাগনচাষি ও ড্রাগন আড়ত মালিক নাজমুল হক বলেন, আমি ১৫ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছি। গাছে ভালো ড্রাগন ফল এসেছে। আশা করছি বিঘাপ্রতি সর্বনিম্ন আট লাখ টাকা করে ড্রাগন বিক্রি করতে পারব। তিনি বলেন, এসব জমিতে আগে ধান, ভুট্টা ও বাদাম চাষ করতাম। খুব বেশি হলেও বিঘাপ্রতি বছরে পাওয়া যেত এক লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে কৃষিশ্রমিক, সার, কীটনাশকসহ আনুষঙ্গিক খরচ বাদ দিলে খুব একটা লাভ নাই।
মহেশপুর কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, যেহেতু গত এক বছরে এ অঞ্চলে চাষিরা ড্রাগন চাষে ঝুঁকে পড়েছে বেশি। সে কারণে ধানি জমি এলাকাভিত্তিক কিছুটা কমে যেতে পারে। ওই কর্মকর্তা আরো বলেন, বেশির ভাগ ফলচাষিরা তাদের আম, পেয়ারা, কমলা, মাল্টা- এসব ফলে লাভবান হতে না পারায় ওই সব বাগান কেটে দিয়ে তারা ড্রাগন চাষ করছেন। সে কারণে ধানি জমির সংকট খুব একটা হবে না।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি