তপশিলকে স্বাগত জানাল তৃণমূল বিএনপি

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

তপশিলকে স্বাগত জানাল তৃণমূল বিএনপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ‌‘তৃণমূল বিএনপি’। দলটি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। তৃণমূল বিএনপি বলেছে, নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা সকল প্রস্তুতি নিয়েছে।

 

দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফরম ১৮ নভেম্বর থেকে বিতরণ করা হবে। মনোনয়ন ফরমের দাম ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে গত সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’। দলটির চেয়ারপারসন শমসের মোবিন চৌধুরী বলেন, ‘আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। তিনশ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।’

 

শমসের মোবিন বলেন, ‘তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।’ তিনি বলেন, ‘আমরা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশানসের ভিত্তি। নির্বাচনে কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষের পালন করবে এটা আমাদের দাবি।’

আরও পড়ুন  ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন

 

তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আমাদের দলকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।’

 

গত মাসে দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানিয়েছিলেন, তৃণমূল বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

 

তৃণমূল বিএনপি আওয়ামী লীগের সঙ্গে জোট করবে, নাকি বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নেবে– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনীতির পরিবেশ মিনিটে মিনিটে পরিবর্তন হয়। তাই সে সিদ্ধান্ত পরে জানানো হবে। যে দলের সঙ্গে জোট হবে, তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে প্রার্থী দেওয়া হবে।

 

তৈমূর আলম আরও বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি গুলি খেয়েছি, হামলা-মামলার শিকার হয়েছি। এত ত্যাগের পরও দল থেকে বহিষ্কারের পর আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। বিএনপি আমাকে প্রয়োজন মনে করে না, তাই তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছি। বিএনপির নীতি ঠিক রেখে পদ্ধতি পরিবর্তন করে দল পরিচালনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ