তাহিরপুর সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৪

তাহিরপুর সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন
প্রভাতবেলা প্রতিবেদক: তাহিরপুর সমিতি সিলেটের ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ মে) রাতে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্যের হলরুমে এক বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতিতে সালাহ উদ্দিন আহমেদকে সভাপতি ও নাজির হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন সমিতির আহ্বায়ক পিযুষ বর্জন পুরকায়স্থ টিটু।

কমিটি গঠন উপলক্ষে তাহিরপুর সমিতি সিলেটের এক বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পাঠ করেন আল-আমীন।

তাহিরপুর সমিতি সিলেটের সভাপতি আলহাজ্ব তারা মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক রজত ভূষণ সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক গোলাম সারোয়ার লিটন, নারী নেত্রী আছিয়া আফিন্দি, কমল তালুকদার, গোলাম সারোয়ার, মিরাজুল ইসলাম, মো: মার্জিল হুসেন, মানিক, মো: নার্জেল হুসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ