সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর আসামির নাম হাজি আরমান হোসেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুরে হাজারীবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা সুদীপ কুমার বিশ্বাস তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
রবিবার (২৮ মার্চ) বিকালে রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, নিপুন রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। নাশকতা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করা হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি