তুমি- ফারহানা হৃদয়িনী

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

তুমি- ফারহানা হৃদয়িনী

★ তুমি ★

ফারহানা হৃদয়িনী।।

 

তুমি আছো!!
শুভরাত্রির পরেও যে রাত্রি থাকে
সেই রাত্রিতে তুমি আছো।
তুমি আছো আমার শিউলি ঝরা ভোরে,
তুমি আছো আমার অবাক করা রোদ্দুরে।
তুমি আছো পবিত্র হাসির ঝর্ণায়,
তুমি আছো মিষ্টি কিছু দুষ্টুমীতে,
তুমি আছো টুপ করে ঝরে পড়া নীরব কান্নায়।
তুমি আছো অভিমানে
তুমি আছো বিরহে।
যে অব্যক্ত কথার রাশি মনকে কাঁদায়…
তুমি থাক তার পরতে পরতে।
তুমি আমার মনের সুনীল আকাশ,
তোমার জন্য মনের গহীনে অজানা আবেগের আবাস।
তোমার চাহনিতে ভালোবাসা আর মায়া
তোমাতেই ওগো হারিয়েছি আমার ছায়া।
তোমার তুমিতেই সুন্দর তুমি,
তোমার দুচোখে মমতার ভূমি।
তোমার জন্য দখিনা বাতাস,
তোমার মনেই আমার বসবাস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ