থামছে বৃষ্টি,বাড়ছে দূর্ভোগ

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

থামছে বৃষ্টি,বাড়ছে দূর্ভোগ
থেমে গেছে বৃষ্টি। উঠেছে সূর্য। টানা এক সপ্তাহ পর সূর্য’র আলো দেখছে সিলেটবাসী। তাই বলে থামছেনা দূর্ভোগ। ঘরছাড়া মানুষ পানি কমে যাওয়ার সংবাদে বসতগৃহে ঢু মারছেন। নিজ ঘরের দৃশ্য দেখে হতবাক! প্রভাতবেলা ডেস্ক♦
শুধু কী বসতঘর। রাস্তাঘাটেও অন্তহীন দূর্ভোগ। কোথাও বৈদ্যুতিক তার। কোথাও ডিসের কিংবা টেলিফোনের তার যন্ত্রণা। কোথাও উপড়ে পড়া গাছ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কাজ করছেনা।
সিলেট উপশহর সানিহীল স্কুলের পাশের  বিশাল গাছ উপড়ে গেছে। গাছের নিচে বিদ্যুতিক খুটি চাপা পড়েছে। উদাসীন কর্তৃপক্ষ।
আর দ্বিতীয় । খাটের উপর  আলমিরা ও বুক সেলফ তুলে ঘর ছেড়েছিলে। লাভ হয়নি খাটের ছানি ভেংগে পড়ে গেছে সব।

ছবি উপশহরের বাসিন্দা ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা ওবায়দুল্লাহ বিন এফ রহমানের ঘরের

ছবি উপশহরের বাসিন্দা ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা ওবায়দুল্লাহ বিন এফ রহমানের ঘরের

 

ছবি ও তথ্য: ওবায়দুল্লাহ বিন এফ রহমান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ