দক্ষিন সুরমায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ১, ২০২৪

দক্ষিন সুরমায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দক্ষিণ সুরমার অতিরবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে বুধবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম হাফিজ চান আলী (৭০)। তিনি দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর গ্রামের মৃত আজর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার অতিরবাড়ি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন হাফিজ চান আলী। এসময় ঢাকাগামী বাস (ঢাকা মেট্রো-১১-৬৬৭৫) তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চান আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর বাস রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি তাদের হেফাজতে নেয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- মরদেহের ময়না তদন্তের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বাসের চালক ও হেল্পার পলাতক। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ