সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
সিলেট সাহিত্য কেন্দ্রের প্রথম সাহিত্যসভা অনুষ্ঠিত
কবি দিলওয়ারের ১০ম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে অনুষ্ঠিত সিলেট সাহিত্য কেন্দ্রের প্রথম সাহিত্যসভায় আলোচকগণ এসব কথা বলেন। সাহিত্যসভায় গত ৫ অক্টোবর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আসাদ চৌধুরীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সিলেট সাহিত্য কেন্দ্রের প্রথম সাহিত্যসভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব।
সম্মানিত অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ কবি ডা. মাশুকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি ও গবেষক সরওয়ার ফারুকী, সাংবাদিক শফিক আহমদ শফি, ছড়াকার নজমুল হক চৌধুরী, কবি মুন্সি আব্দুল কাদির, ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফ ও ছড়াকার জহুর মুনিম। স্বরচিত লেখাপাঠে অংশ নেন এবং উপস্থিত ছিলেন কবি শাহেদ আব্দুর রকীব, প্রাবন্ধিক লুৎফুর রহমান তোফায়েল, কবি মোয়াজ্জিম আল হাসান, শিশুসাহিত্যিক মাহবুব এ রহমান, কবি ও সংগঠক আব্দুল কাদির জীবন, আতাউর রহমান কাছা মিয়া, কবি সোলেমান রাসেল, গল্পকার আহমদ জুয়েল, কবি সাজিদ নওফেল, ইয়াছিন আহমদ প্রমুখ। কবি আসাদ চৌধুরী ও কবি দিলওয়ারের কবিতা আবৃত্তি করেন ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার। কবি দিলওয়ার ও কবি আসাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন কবি মুন্সি আব্দুল কাদির।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি