সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, উন্নয়নের কথা বলে আওয়ামী সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জনগণের ন্যূনতম নাগরিক অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। দেশে এখন জনগণ নিজের ভোট নিজে দিতে পারে না। জনগণ আজ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, আওয়ামী সরকার ২০১৪ এবং ২০১৮ এর মতো আগামীতেও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে। তাই বর্তমান সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই। তিনি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই মন্ত্রীপরিষদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান।
সমেবেশে বক্তারা বলেন, সরকার বিভিন্ন সময়ে ওলামায়ে কেরামদের গ্রেপ্তার করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করার চেষ্টা করছে। সমাবেশ থেকে গ্রেপ্তারকৃত ওলামায়ে কেরামদেরসহ সকল রাজনৈতিক বন্দিদের অতি দ্রুত মুক্তির জন্য আহ্বান জানান।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব এর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ ও হাফেজ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম প্রমুখ ।
সমাবেশে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সহসভাপতি মাওলানা কাজী শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম কাসেমী, সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, কুমিল্লা পশ্চিম জেলা সেক্রেটারি মাওলানা এইচ এম আব্দুর রশীদসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি