দোয়ারাবাজারে শিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

দোয়ারাবাজারে শিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রতিনিধি, দোয়ারাবাজার :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলার উদ্যোগে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলা সভাপতি তাহমিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মনিরুজ্জামান পিয়াস।

 

রোববার ছাত্র শিবির দোয়ারাবাজার উপজেলার সভাপতি হাফেজ বিল্লাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি দ্বীন ইসলাম এর পরিচালনায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাহমিদ আহমদ বলেন, আগামীর দেশ পরিচালনার জন্য আমাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন হতে হবে। দেশ ও সমাজ পরিচালনার জন্য নিজেকে যোগ্য নাগরিক হওয়ার মধ্যদিয়ে আমাদেরকে উপযোগী হিসেবে গড়ে উঠতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মনিরুজ্জামান পিয়াস বলেন, এসএসসি/ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা যে মেধার সাক্ষর রেখেছো আগামী পরীক্ষাগুলোতেও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং নিজেদেরকে সৎ ও দক্ষ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন  স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সু-সম্পর্ক রয়েছে : আনোয়ারুজ্জামান চৌধুরী

 

এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেয়ারাবাজার উপজেলার আমীর ডাঃ হারুন অর-রশিদ, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা অর্থ ও সাহিত্য সম্পাদক শামিম আহমদ কবির, ছাত্রনেতা আজিজুর রহমান নুরুন্নবী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। পরে উপস্থিত শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে একটি করে সম্মাননা ক্রেস্ট, সনদ ও গিফট বক্স উপহার প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ