নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আটক

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩

নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আটক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিএনপির অবরোধ কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী (৭০) আটক করেছে পুলিশ। বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সরফরাজ আহমেদ চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক ও পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা।

 

জানা যায়, সরকারের পদত্যাগের দাবীতে কেন্দ্র ঘোষিত বিএনপির অবরোধ কর্মসূচি পালন করতে বুধবার উপজেলার আউশকান্দি এলাকায় মহাসড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরীকে আটক করে পুলিশ।

 

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বুধবার দিবাগত রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ