নাগোর্নো-কারাবাখে মানবিক মিশন পাঠাবে জাতিসংঘ

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

নাগোর্নো-কারাবাখে মানবিক মিশন পাঠাবে জাতিসংঘ

বিশ্বভূবন ডেস্ক:

আজারবাইজান ও আর্মেনিয়ার বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে জাতিসংঘ এই সপ্তাহান্তে একটি মিশন পাঠাবে।

 

মূলত প্রয়োজনীয় জরুরি চাহিদার বিষয় মূল্যায়নের জন্য সেখানে মিশন পাঠানো হচ্ছে। বিগত প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ওই অঞ্চলে জাতিসংঘের মিশন যাচ্ছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

 

তিনি সাংবাদিকদের বলেন, ‘আজারবাইজান সরকার এবং জাতিসংঘ এই অঞ্চলে একটি মিশনের ব্যাপারে সম্মত হয়েছে। মিশনটি এই সপ্তাহান্তে সেখানে যাবে।’

 

উল্লেখ্য, নাগর্নো-কারাবাখে মানবাধিকার ও নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য জাতিসংঘ মিশনের একটি দলকে অবিলম্বে মোতায়েনের আহ্বান জানিয়েছে আর্মেনিয়া সরকার। তারা বলছে, এতে ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে বিচ্ছিন্ন অঞ্চলে সহায়তা পৌঁছাতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ