সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, গতানুগতিক কাজের মাধ্যমে পর্যটন শিল্পের সমস্যা সমাধান সম্ভব নয়। পর্যটন শিল্পের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে এবং পর্যটন প্রতিযোগিতার বাজারে প্রবেশে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ২০২১ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের পর্যটন : সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভ্রমণ ম্যাগাজিন যৌথ এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুব আলী বলেন, বেশি সেবা যারা দেবেন তাদের দিকেই ঝুঁকবে পর্যটক। তাই সেবার প্রদানের মান নিশ্চিত করতে পারলে পর্যটন বিকশিত হবে। এতদিন বিভিন্ন কারণে বাংলাদেশের পর্যটন তেমন বিকাশ হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন পর্যটন শিল্পের বিকাশ নিশ্চিত করা হবে। সকল স্টেকহোল্ডারদের সুপারিশ একশত ভাগ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে তিনি বলেন, টুরিস্ট পুলিশ গঠন করায় দেশের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ কাজে লাগাতে পারলেই দেশ এগিয়ে যাবে। পাশাপাশি পর্যটন শিল্পও এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত মূল্যবোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অক্ষরে অক্ষরে পালন করা হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া পর্যটন করপোরেশনকে পর্যটনের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
প্রভাতবেলা/এমএ
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি