সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
প্রতিনিধি, সিকৃবি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণের ৫ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, পাঁচ বছরের ডিগ্রির মধ্যে এক বছরের ইন্টার্নশিপ করতে হয়, যেখানে মাত্র ৯ হাজার টাকা ভাতা দিয়ে যাতায়াত, আবাসন ও অন্যান্য খরচ চালানো সম্ভব নয়। তারা অভিযোগ করেন, অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের তুলনায় সিকৃবির শিক্ষার্থীরা অনেক সুবিধা থেকে বঞ্চিত।
শিক্ষার্থীদের দাবি
ইন্টার্নশিপ ভাতা ৯,০০০ টাকা থেকে ২০,০০০ টাকায় উন্নীত করা।
দৈনিক ৩০০ টাকা যাতায়াত ও অন্যান্য খরচের বরাদ্দ।
চার মাসের ইন্টার্নশিপের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান।
ঢাকায় অবস্থানের সময় দুই মাসের মধ্যে সীমিত রাখা।
এক্সটার্নশিপের জন্য ভারতের বিকল্প হিসেবে অন্যান্য দেশের সুযোগ সৃষ্টি।
শিক্ষার্থীরা আরও জানান, ইন্টার্নশিপের সম্মানি প্রতিমাসে নিয়মিত পরিশোধ এবং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ মাসের ২৯ তারিখে ইউজিসির সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে শিক্ষার্থীদের দাবি তুলে ধরা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।
শিক্ষার্থীরা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি