সিলেট ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬
শেষ হয়েছে হযরত শাহজালাল (র:) এর ওরস। এটা ছিল ৬৯৭তম বার্ষিক ওরস। প্রতিবছরের মত হাজার হাজার ভক্তের অংশগ্রহণের মধ্য দিয়েই সম্পন্ন হয় ওরস। নগরজুড়ে অস্বস্থিকর যানযট। ট্রাফিকদের নাভিশ্বাস। প্রশাসনের তটস্থ সময় পার। এ ছিল গত তিন দিনের সিলেট নগরীর চিত্র।
‘শাহজালাল বাবা কী জয়’, ‘৩৬০ আউলয়িা কী জয়,’ ‘লালে লাল শাহজালাল’ স্লোগানে স্লোগানে প্রকম্পতি হয়ে ওঠে সিলেটটে নগর । নাঙ্গা তলোয়ার, দা-কুডাল ও লাল-ঝান্ডা হাতে হাজার হাজার শাহজালাল ভক্ত ২/৩ দিন আগ থেকেইে খন্ড খন্ড মিছিল নিয়ে শহররে বিভিন্ন প্রান্ত দেিয় শাহজালাল দরগা প্রাঙ্গনে জমায়তে হতে থাকে । কেউ একা আসেন কেউে আসে প্রতবিশেী আশকোনদের সাথে । বিভিন্নি মাজার-খানকা ও গঞ্জ-গ্রাম থেেক মানুষের ঢল নামে শাহজালাল (র:) এর মাজারে। ওরস যেন এক উৎসব । বেেেজ ওঠে ভক্ত-আশকোনদরে শত শত ঢোল-ডঙ্কা । বিভিন্ন কাফলোর সাথে আসা অসংখ্য ব্যন্ড-পার্টির বাদ্যের তালে তালে চলে হাজার মানুষরে স্লোগানে স্লোগানে নগ্ন পায়ে ছুটে চলা। বেশীর ভাগ মানুষরে অঙ্গে থাকে লাল কাপড় । অনকেইে মাথায় লালপট্টি বাঁধে ।
মাজার প্রাঙ্গনে আশে পাশে রাস্তায় লাল শামিয়ানা টানিয়ে একেক কাফেলার একেক আসর বসে। গাঁজা কলকির টানে চলে গান বাজনা রাত দিন ২৪ ঘন্টা।
কিসের আশায়, কিসের জন্য মানুষের এ চর্চা? উপমহাদেশের অন্যতম আউলিয়া হযরত শাহজালাল (র:) এর মৃত্যুদিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এই ওরস। যে সুফী সাধক তার জীবদ্দশায় কোন নারী সাহচর্য নেননি। তাঁর মৃত্যুদিবসে নারী পুরুষের অবাধ অবস্থান আর বেলেল্লাপনা চলে তাঁরই কবরের পাশে!
ইসলামী বিধি বিধানে এসব কর্মের কোন অস্তিত্ব নেই। তারপরেও প্রকাশ্যে চলে অনৈসলামিক কাজ। দেশে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, ইসলামী বিশেষজ্ঞের অভাব নেই। কিন্তু তারা সবাই রহস্যজনক নীরব।
শুধু কি তাই? প্রকাশ্যে বসে জুয়ার আসর। লাখ লাখ টাকার লেনদেন চলে এসব আসরে। মদ গাঁজা বিক্রি ওপেন সিক্রেট। এসব দেখারও কেউ নেই। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা পূণ্যেও আশা করেন ওরসে। সাধ্যমত সহযোগিতা করেন। রাজনৈতিক দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের নেতাদের অবস্থাও একই। বিরাট জনগোষ্ঠির ধারণা সারা বছর সুদ ঘুষ দুর্ণীতিসহ পাপাচার করে ওরসে অংশ নিলে পাপমোচন হয়ে যায়। এই মিথ্যে মরিচীকার পেছনে ছুটছে মানুষ।
মানুষের এ অজ্ঞতাকে পূঁজি করে মাজার ব্যবসায়ীদের বিশাল এক সিন্ডিকেট গড়ে উঠেছে। মাজাওে ‘মানত’ করা গরু ছাগল হাঁস মুরগী থেকে শুরু কওে নগদ টাকার পাহাড় লুটপাট হয় ভাগ বাটোয়ারায়।
আমরা এসবকে পাপাচার মনে করি। চাই এ পাপাচার থেকে মুক্তি। এক্ষেত্রে এগিয়ে আসতে হবে প্রকৃত আলেম ওলামাকে। সরকারকেও রাখতে হবে ভূমিকা। পাপাচার ও অপরাধ মুক্ত মাজার এলাকা গড়ে তোলা প্রশাসনের দায়িত্ব। আশা করি সকল সুস্থ শ্রেণী পেশার মানুষেন বাস্তব উপলব্ধির বোধোদয় হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি