সিলেট ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
প্রভাতবেলা ডেক্স:
শীতের দুপুর। উষ্কখুষ্ক রুপে সবুজ চা-বাগানে বইছে নতুন ধানের পিঠাপুলির ম ম গন্ধ। টেবিলে সাজানা পাঁচ পদের বাহারি পিঠা। পিঠাগুলো কাঁচা কলাপাতায় মুড়িয়ে তুলে দেওয়া হচ্ছে হাতে হাতে। ক্রেতা নেই, নেই বিক্রেতা। এ আয়োজন শুধু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।
সিলেট প্রথম আলো বন্ধুসভা সিলেট এর আয়োজনে সুবিধাবঞ্চিতদের সাথে পিঠা উৎসবের দৃশ্য এটি।
৯ই জানুয়ারি শনিবার সিলেট শহরের তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বন্ধুরা শীতকালীন পিঠা উৎসবের আনন্দ ভাগাভাগি করে। সারিবদ্ধ ভাবে দাড়িয়ে থাকা শিশুদের হাতে পিঠা তুলে দেন বন্ধুসভার সদস্যরা। পরিবেশ সচেতনতায় পলিথিন বা প্লাষ্টিকের প্যাকেটের বদলে পিঠা বিতরণে ব্যবহার করা হয় কলাপাতা। বন্ধুদের নিজেদের তৈরী পিঠা কলাপাতা মুড়িয়ে শিশুদের হাতে হাতে দেওয়া হয়।সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম বলেন,”এবছর থেকে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে সিলেট বন্ধুসভার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।”
এতে উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক শাফায়েত হোসেন সহ বন্ধুসভার সকল বন্ধুরা৷
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি