সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৪
দণ্ডপ্রাপ্ত মিজান আলী তুহিন (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাতরা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মামলার বাদী ও আসামি দুইজনই রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তার সঙ্গে কিছু গোপন ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখেন আসামি মিজান আলী তুহিন। এরপর তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বিয়েতে রাজি হননি ওই তরুণী। ২০২২ সালের ১১ নভেম্বর তার অন্যত্র বিয়ে হয়। এরপর থেকেই তুহিন ফেক আইড খুলে তার স্বামী ও তাকে বিভিন্ন ভিডিও এবং ছবি পাঠাতে থাকেন। এমনকি পরিবার ও অত্মীয় স্বজনদেরও দিতে থাকেন সেসব ছবি।
এনিয়ে স্বামী ও বাদীর পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে গত ৫ জানুয়ারি ২০২৩ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করেন ওই তরুণী। সেই মামলায় আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় তিন বছর কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, আপর একটি ধারায় দুই বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, এছড়াও আরও একটি ধারায় এক বছরের কারদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে তিন মাস করে আরও কারাদণ্ড হবে বলে রায় ঘোষণা করেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি আদালত উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি