ফাইনাল ম্যাচে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে দর্শক

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

ফাইনাল ম্যাচে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে দর্শক
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে ঢুকে পড়েছেন এক সমর্থক। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে ভারত।

 

ভারতের ইনিংসের ১৪তম ওভারে নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি বেষ্টিত টি-শার্ট ও মাস্ক পরে মাঠে প্রবেশ করেছে এক দর্শক। তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। মাঠে প্রবেশ করে কোহলিকে নিয়েছেন বাহুডোরে।

 

সেই দর্শকের টি-শার্টের সামনের অংশে লেখা ছিল ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’ অর্থাৎ ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করুন। আর পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। সময়ক্ষেপণ না করে তার পেছনে ছোটেন নিরাপত্তাকর্মীরা। ওই দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ