সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২
প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট♦ ফের বন্যার কবলে সিলেট। মাত্র একমাসের ব্যবধানে বন্যার ভয়াবহতায় দিশেহারা পানিবন্দী মানুষ। সিলেট মহানগরী ও তৎপার্শ্ববর্তী এলাকায় সুরমার পানি উপচে বাড়ীঘরে প্রবেশ করছে। সিলেট সদর উপজেলার অধিকাংশ এলাকা বন্যা কবলিত। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা বন্যা কবলিত। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার পরিস্থিতি ভয়াবহ।
এসব এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিশেহারা । শিশু, বয়োবৃদ্ধ স্বজন পরিজন এবং গবাদীপশু নিয়ে অসহায় সময় পার করছেন।
বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে সুনমাগঞ্জ জেলায়ও। ছাতক, দোয়ারাবাজার, দিরাই, শাল্লা, তাহিরপুর, জামালগঞ্জসহ হাওর তীরবর্তী জনপদের মানুষ পানিবন্দী।
সিলেট নগরীর শাহজালাল উপশহর পানিতে ভাসছে। উপশহরের প্রধান সড়ক হাটু পানির নীচে। এ বি সি ডি ব্লকের প্রায় সবকটি বাসার নীচতলায় পানি প্রবেশ করেছে।
মাছিমপুর, মেন্দিবাগ, কালিঘাট এলাকার বাসাবাড়ী দোকানপাট পানির নীচে। সুরমা উপচে প্রবল বেগে পানি প্রবেশ করছে। অসহায় মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুঠছেন।
এখন পর্যন্ত সরকারী বা বেসরকারী পর্যায়ের কোন ত্রাণ তৎপরতা চোখে পড়েনি। একমাস পূর্বে বন্যার একটা ঝাকুনি বয়ে গেলেও বড় রকমের বন্যা মোকাবেলায় কোন প্রস্তুতি নেই প্রশাসনের। একইভাবে সিটি করপোরেশন নিধিরাম সর্দারের ভূমিকায়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি