ফেসবুক–মেসেঞ্জারে চ্যানেল সুবিধা চালু

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩

ফেসবুক–মেসেঞ্জারে চ্যানেল সুবিধা চালু
এবার ফেসবুক–মেসেঞ্জারে ব্রডকাস্ট চ্যানেল সুবিধা আনছে মেটা। এই ফিচারের সাহায্যে একসঙ্গে একাধিক ব্যবহারকারীর কাছে বার্তা পাঠানো যাবে। এর আগে হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট ফিচার চালু করে মেটা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

মেটা কর্তৃপক্ষ জানায়, ব্রডকাস্ট চ্যানেল ফিচারের মাধ্যমে কোনো ব্যক্তি একইসঙ্গে একাধিক ব্যবহারকারীর কাছে বার্তা পাঠাতে পারবেন। অনলাইনে গ্রাহক সংখ্যা বাড়তে থাকায় বর্তমানে বিভিন্ন প্লাটফর্মের মধ্যে প্রতিযোগিতা চলছে। গ্রাহক আকৃষ্ট করতে তাই নতুন নতুন ফিচার আনা হচ্ছে।

 

বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামে এ ফিচারের মাধ্যমে বিভিন্ন দেশের গ্রাহক বৈশ্বিক পর্যায়ে যোগাযোগ করে থাকে। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ফিচার চালুর ঘোষণা দিল মেটা। বর্তমানে মেটা বিভিন্ন পেজের জন্য ব্রডকাস্ট চ্যানেল তৈরির সুবিধা পরীক্ষা করছে বলে জানা গেছে।

 

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফেসবুক–মেসেঞ্জারে ব্রডকাস্ট চ্যানেল চালু হতে পারে। গত মাসে হোয়াটসঅ্যাপের জন্য জন্য চ্যানেল ফিচার চালু করে মেটা। হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলের জন্য উন্মুক্ত। এখানে ব্যবহারকারীরা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরির সুযোগ পাবে। সোশ্যাল মিডিয়ায় পরিচিতির পাশাপাশি বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ