সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪
সকালে ঘন কুয়াশার কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। বিলম্বের কারণে ম্যাচে ৪৬ অভার খেলা হবে সিদ্ধান্ত হয়। টসে জয়লাভ করে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়।
অফ স্পিনার নাহিদ তান্না, তাজিন, এজাজকে সাজঘরে ফেরত পাঠান, আর মুস্তাফা রান আউট হন। ১৭.৩ অভারে ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বঙ্গবীর। ৫ম উইকেটে ১৫.৪ অভারে ৭৯ রান তুলে জাভেদ-অলক জুটি বিপর্যয় সামাল দেন।
৩৩.১ অভারে ১৩৩/৪ থেকে ৩৬.১ অভারে ১৪৬/৮-এ পরিণত হয় বঙ্গবীর। বীর বিক্রমের বোলাররা বেশ চেপে ধরেন বঙ্গবীরের ব্যাটারদের। শেষের দুই জুটি ৪৯ রান তোলায় ১৯৫ রানের পুঁজি পায় বঙ্গবীর। বক্করের ৩০ রানের ওপর ভর করে শেষদিকে দুইশ’র কাছাকাছি রান তোলা সম্ভব হয়।
৪৩.৪ অভারে সব উইকেট হারায় বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।
অধিনায়ক অলক কাপালি এবং রাহাতুল ফেরদৌস জাভেদ ৩৯ রান করে করেছেন। তান্না ২৩, মুস্তাফা ১৫ রান তোলেন।
অলক কাপালি ১ম অভারেই সুমনকে ফিরিয়ে দিলে কোনো রান তোলার আগেই উইকেট হারিয়ে বসে বীর বিক্রম। অন্য প্রান্তে জাতীয় দলের পেসার তানজিম সাকিবের বলে যেন আগুন ঝরছিলো। গতি, সুইং, গতির বৈচিত্র — বীর বিক্রমের ব্যাটারদের উইকেটে টিকে থাকা দূর্বিষহ করে তোলেন সাকিব।
সাকিবের বলের সামনে যেন দাঁড়াতেই পারেনি বীর বিক্রমের ব্যাটাররা। মুড়ি-মুড়কির মত উইকেট পড়তে থাকে। ৯.৩ অভারে ৩৩ রান তুলতেই অর্ধ ডজন উইকেট খুইয়ে বসে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। ৭ম উইকেটে ২০ রান ওঠায় অর্ধশত রান পেরোবার আগেই অল আউট হওয়া থেকে রক্কা পায় বীর বিক্রম। শেষ উইকেটে ওঠে ২২ রান!
তবে শেষ পর্যন্ত ৮৫ রানে অলআউট হয় বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। মাত্র ২০.৫ অভার ছিলো তাদের ইনিংসের স্থায়ীত্ব!
সাব্বির ২১ রান তুলে অপরাজিত থাকেন। সুমন জুনিয়র (১৩) এবং ইমরান (১১) ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। অতিরিক্ত খাত থেকে আসে ১২ রান।
বঙ্গবীরের তানজিম সাকিব ১৬ রানের বিনিময়ে এবং রাহি ২৪ রানের বিনিময়ে ৩টি করে উইকেট লাভ করেন। মাহবুব ২টি, অলক কাপালি এবং সম্রাট ১টি করে উইকেট শিকার করেন।
অসাধারণ বোলিং প্রদর্শনী করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান তানজিম সাকিব।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি