বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন
প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার জবা রানী নাথের সভাপতিত্বে ও শিক্ষক সুমিতা চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাকির হোসেন ও গীতা পাঠ করেন চম্পা রানী পাল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারওয়ার, সিটি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ডা. মুক্তা লাল বিশ্বাস, বড়লেখা দলিত কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মিলন রবি দাস, বড়লেখা মহিলা কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রোকশানা বেগম প্রমুখ। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ৩টি সমবায় সমিতি ও ১ জন সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ