সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
প্রতিনিধি, বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচংয়ে মক্রমপুর ও পৈলারকান্দি গ্রামের বিভিন্ন হাওড় এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মক্রমপুর ও পৈলারকান্দি গ্রামের বিভিন্ন হাওড় এলাকার গ্রেপ্তারকৃত আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে দাঙ্গা-হাঙ্গামা, পাটিবাঁধ, মাছধরা, জমিসংক্রান্ত ও পানিসেচ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তো। পরোয়ানাভুক্ত আসামি মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন জানান, গতকাল দিন ও রাতব্যাপী অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার দাঙ্গাসহ যে কোন অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি