বাবা, ভাই’র পর চলে গেলেন নারী সাংবাদিক লিসার ‘মা’

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২০

বাবা, ভাই’র পর চলে গেলেন নারী সাংবাদিক লিসার ‘মা’

প্রভাতবেলা প্রতিবেদক: উদীয়মান নারী সাংবাদিক, ক্রীড়া লেখক, দৈনিক প্রভাতবেলা’র উপ বার্তা সম্পাদক মাকসুদা লিসা’র মা গুলবানু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর। শুক্রবার (৫জুন) দিবাগত রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাকসুদা লিসার বাবার পর মা-ও এই শুক্রবারেই পৃথিবী থেকে বিদায় দেন। বাবা শুক্রবার ভোরে,আর মা একবছর পর শুক্রবার রাতে।

মাকসুদা লিসা প্রভাতবেলাকে জানান, তাঁর আম্মা (গুলবানু) দীর্ঘদিন থেকে হার্টের রোগী ছিলেন। তাঁর পেস মেকার লাগানো ছিল। গত কয়েকদিন থেকে তাঁর শারিরিক অবস্থা ভাল যাচ্ছিলো না। এক পর্যায়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মগবাজারের মীরবাগের মধুবাগ মাঠে নামাজে জানাযা শেষে হাজীপাড়া নুর মসজিদ কবরস্থানে তাঁর স্বামীর (মরহুম মোহাম্মদ আলী) কবরের পাশে মরহুম গুলবানুকে দাফন করার কথা।

আরও পড়ুন  শিক্ষাপ্রতিষ্ঠান লাগাতার বন্ধের প্রেক্ষিতে ছাত্রছাত্রীদের জন্য কিছু পরামর্শ

এক বছরের মধ্যেই স্বজনহারা হয়ে গেলেন মাকসুদা লিসা। বাবা, ভাইর পর এবার মা-ও চলে গেলেন লিসার।

মাকসুদা লিসার সেজ ভাই আল-ইসলাম বাবুল গত ২১ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্ক এর ম্যানহাটনে মাউন্ট সিনাই হাসপাতাল ইন্তেকাল করেন।

এর আগে গত বছর ২০১৯ সালের ১৯ এপ্রিল শুক্রবার ভোরে মারা যান লিসার বাবা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আলী মেম্বার ।

মাকসুদা লিসা’র মা  গুলবানু’র ইন্তেকালে এক বিবৃতিতে গভীর শোক সমবেদনা ও মরহুমের জান্নাত কামনা করেছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। বিবৃতিতে তিনি বলেন, মরহুমাকে মহান মা’বুদ যেন জান্নাতের মেহমান হিসেবে  বরণ করে নেন । একই সাথে লিসাসহ মরহুমার পরিবার পরিজনকে ‘ছবরে জামিল’ ধারণের শক্তি প্রদানের জন্য মাবুদের কাছে প্রার্থনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ