বাহুবলে ভবঘুরে নারী মা হচ্ছে, বাবা কে?

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

বাহুবলে ভবঘুরে নারী মা হচ্ছে, বাবা কে?
প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় এক ভবঘুরে অন্তস্বত্ত্বা নারী মা হতে চলেছে, কিন্তু এই অনাগত সন্তানের বাবা হবে কে ? তা নিয়ে চলছে এলাকায় ব্যাপক গুঞ্জন। প্রায় ৪০বছর বয়সী এই ভবঘুরে নারী ঘুরে ফিরে আশ্রয় নিয়েছেন চক মন্ডল কাপন গ্রামের এক দিন মজুরের ঘরে। নাম ঠিকানা বলতে না পারায় ওই নারীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন আশ্রয়দাতা শিশু মিয়া। তবে সমাজসেবা কার্যালয় বলছে, তারা সরকারী বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।

 

জানা যায়, গত বুধবার (২২ নভেম্বর) সন্ধার পূর্ব মূহুর্তে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চক মন্ডল কাপন গ্রামের দিনমজুর শিশু মিয়ার বাড়িতে প্রায় ৪০ বছর বয়সী এই অপরিচিত ভবঘুরে নারী এসে আশ্রয় নেয়। এসময় শিশু মিয়া ও তার পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাকে তাড়াতে পারেন নাই। পরে তিনি নিরুপায় হয়ে ওই নারীকে তার ঘরে আশ্রয় দেন।

আরও পড়ুন  করোনায় কর আহরণে নতুন ইতিহাস

 

এসময় বাড়ির অন্যান্য মহিলারা দেখতে পান ভবঘুরে নারী অন্তস্বত্ত্বা। এতে চিন্তিত হয়ে পড়েন বাড়ির মালিক শিশু মিয়া। লোকমুখে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশু মিয়ার বাড়িতে ওই নারীকে দেখতে ছুটে আসেন। এসময় অনেকে তাকে খাবার দিলেও সে কারো খাবার গ্রহণ করেনা। কিন্তু শিশু মিয়ার পরিবার যা দেয় তাই সে খায়।

 

এক পর্যায়ে গত শুক্রবার রাতে তার শারীরিক অসুস্থতা দেখা দিলে দিনমজুর শিশু মিয়া স্থানীয় এক পল্লী চিকিৎসক নিয়ে তার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করান। এ সময় পল্লী চিকিৎসক জানান, ওই ভবঘুরে নারী সপ্তাহদিন পর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। বিষয়টি আশ্রয়দাতা শিশু মিয়া স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও পুটিজুরী পুলিশ ফাড়ির কর্মকর্তাদের অবগত করেছেন। তবে এই নারী নাম পরিচয় ঠিকানা কিছুই বলতে পারেন না। যার কারণে সংশ্লিষ্টরা পড়েছেন চরম বিপাকে।

 

এ বিষয়ে পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী বলেন, বিষয়টি আমি জেনেছি, তবে চিকিৎসার জন্য আমি আজ ভারত চলে যাচ্ছি। যাবার আগে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করে একটা ব্যাবস্থা করার চেষ্টা করবো।

আরও পড়ুন  গাজায় ইসরাইলের হামলায় ৫০০ শিশুসহ নিহত ১৫৩৭

 

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মুনীর আফতারী বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সরকারী বিধি মোতাবেক তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা আমাদের সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ