সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩
জানা যায়, গত বুধবার (২২ নভেম্বর) সন্ধার পূর্ব মূহুর্তে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চক মন্ডল কাপন গ্রামের দিনমজুর শিশু মিয়ার বাড়িতে প্রায় ৪০ বছর বয়সী এই অপরিচিত ভবঘুরে নারী এসে আশ্রয় নেয়। এসময় শিশু মিয়া ও তার পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাকে তাড়াতে পারেন নাই। পরে তিনি নিরুপায় হয়ে ওই নারীকে তার ঘরে আশ্রয় দেন।
এসময় বাড়ির অন্যান্য মহিলারা দেখতে পান ভবঘুরে নারী অন্তস্বত্ত্বা। এতে চিন্তিত হয়ে পড়েন বাড়ির মালিক শিশু মিয়া। লোকমুখে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশু মিয়ার বাড়িতে ওই নারীকে দেখতে ছুটে আসেন। এসময় অনেকে তাকে খাবার দিলেও সে কারো খাবার গ্রহণ করেনা। কিন্তু শিশু মিয়ার পরিবার যা দেয় তাই সে খায়।
এক পর্যায়ে গত শুক্রবার রাতে তার শারীরিক অসুস্থতা দেখা দিলে দিনমজুর শিশু মিয়া স্থানীয় এক পল্লী চিকিৎসক নিয়ে তার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করান। এ সময় পল্লী চিকিৎসক জানান, ওই ভবঘুরে নারী সপ্তাহদিন পর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। বিষয়টি আশ্রয়দাতা শিশু মিয়া স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও পুটিজুরী পুলিশ ফাড়ির কর্মকর্তাদের অবগত করেছেন। তবে এই নারী নাম পরিচয় ঠিকানা কিছুই বলতে পারেন না। যার কারণে সংশ্লিষ্টরা পড়েছেন চরম বিপাকে।
এ বিষয়ে পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী বলেন, বিষয়টি আমি জেনেছি, তবে চিকিৎসার জন্য আমি আজ ভারত চলে যাচ্ছি। যাবার আগে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করে একটা ব্যাবস্থা করার চেষ্টা করবো।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মুনীর আফতারী বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সরকারী বিধি মোতাবেক তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা আমাদের সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি